ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আল্লুর পরনে শাড়ি, নাকে নথ, ভয়াল রূপে কোথায় চললেন পুষ্পা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:১১, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পুষ্পা ছবি মুক্তির পর থেকেই ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পুষ্পা ২, বা পুষ্পা: দ্য রুল ছবির জন্য। তবে ভক্তদের আর বেশি অপেক্ষা করালেন না আল্লু অর্জুন। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনলেন পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। তাঁকে এই পোস্টারে ভয়াল রূপে দেখা গিয়েছে। শুক্রবার, ৭ এপ্রিল মুক্তি পায় পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। এই তেলুগু অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার পোস্ট করেন।


অভিনেতার পোস্ট করা পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। তাঁর পরনে রয়েছে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। তাঁর সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। তাঁর এই রূপ দেখে শিউরে উঠেছেন অনেকেই। আর আন্দাজ পেয়েছেন এই ছবি বড় কিছু হতে চলেছে।

পুষ্পা দ্য রুলের প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই এই ছবিকে নিয়ে দর্শকদের উন্মাদনা বেড়ে গিয়েছে। তবে অনেকেই আবার তাঁর এই রূপ দেখে ভাবছেন তাঁকে কি এখানে ঋষভ শেট্টির কান্তারার মতো রূপে দেখা যাবে। তেমনই কোনও গল্প উঠে আসবে কি এই ছবিতে? কারও কারও মতে এই ছবিতে আল্লু অর্জুন রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করবেন। কোনও ভক্ত আবার বলছেন না, তাঁকে এখানে দেবীর চরিত্রে দেখা যাবে। যদিও এর মধ্যে কোনটি ঠিক, নাকি লুকিয়ে আছে অন্য গল্প সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে।

পুষ্পা দ্য রাইজ ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন সুকুমার। এখানে উঠে এসেছিল এক কুলির গল্প সঙ্গে লাল চন্দনকাঠ চোরাচালানের ঘটনা। পুষ্পা ১-এ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছিল। অন্যদিকে জানা যাচ্ছে পুষ্পা ২ ছবিতে সাই পল্লবীকে দেখা যেতে পারে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি